মঙ্গলবার   ২১ মে ২০২৪ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৭, ৮ ডিসেম্বর ২০২৩

দেশে ২৬৩টি যানবাহনে আগুন

দেশে ২৬৩টি যানবাহনে আগুন
পুরোনো ছবি

গত ২৮ অক্টোবর থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে ২৭৯টি অগ্নিসংযোগ এবং স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু যানবাহনই পোড়ানো হয়েছে ২৬৩টি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, ২৮ অক্টোবর থেকে শুরু করে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তের দেয়া আগুন ও ভাঙচুরের ঘটনায় ২৬৭ পরিবহন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত এবং একটি অ্যাম্বুলেন্সে ভাঙচুরের ঘটনা ঘটে।

অগ্নিসংযোগে যানবাহনগুলোর মধ্যে রয়েছে ১৬২টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৬টি অন্যান্য গাড়ি।