জয়ার প্রশংসায় পঞ্চমুখ মুম্বাই মিডিয়া
জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি ছবি ‘কড়ক সিং’ মুক্তি পেয়েছে জি-ফাইভে। ছবির রিভিউতে ভারতের নামি প্রায় সব গণমাধ্যম প্রশংসায় ভাসিয়েছে বাংলাদেশি অভিনেত্রীকে। ফিল্মফেয়ার লিখেছে, ‘ছবির প্রয়োজন অনুযায়ী সব উপকরণ নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী।’
টাইমস নাউ নিউজ লিখেছে, ‘ছবির সেরা মুহূর্তগুলো এসেছে বাংলাদেশি সুন্দরী এই অভিনেত্রীর হাত ধরে।’
হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘দারুণ এক উদঘাটন বাংলাদেশি এই অভিনেত্রী। যখনই পর্দায় এসেছেন মোহিত করেছেন। ছবির অতি প্রয়োজনীয় ন্যারেটিভ এসেছে তাঁর চরিত্রের মাধ্যমেই।’